ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   রাহে বেলায়াত  চতুর্থ অধ্যায় - বিষয় সংশ্লিষ্ট যিকর ও দু’আ   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     কিছু নফল সালাত - (খ) সালাতুত তাওবা      
      
   
      আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যে কোনো বান্দা যদি কোনো গোনাহের কর্ম করে সাথে সাথে সুন্দর করে ওযু করে দুই রাক’আত সালাত আদায় করে, এরপর আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাঁকে অবশ্যই ক্ষমা করে দিবেন।”[1]
 [1] তিরমিযী, আস-সুনান ২/২৫৭, নং ৪০৬, ৫/২২৮, নং ৩০০৬, সুনানু আবী দাউদ ২/৮৬, নং ১৫২১, সহীহ ইবনু হিব্বান ২/৩৯০, সহীহ ইবনু খুযাইমা ২/২১৬, সহীহু সুনানি আবী দাউদ ১/২৮৩।