ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   রাহে বেলায়াত  চতুর্থ অধ্যায় - বিষয় সংশ্লিষ্ট যিকর ও দু’আ   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     কারো ক্ষতির আশঙ্কা করলে আত্মরক্ষার দু‘আ      
      
   
      যিকর নং ১৭৮ : কারো ক্ষতির আশঙ্কা করলে আত্মরক্ষার দু‘আ
اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
উচ্চারণ: আল্লা-হুম্মা, ইন্না- নাজ‘আলুকা ফী নু‘হূরিহিম ওয়া না‘ঊযুবিকা মিন শুরূরিহিম।
অর্থঃ হে আল্লাহ আমরা আপনাকে তাদের কণ্ঠদেশে রাখছি এবং আপনার আশ্রয় গ্রহণ করছি তাদের অকল্যাণ ও ক্ষতি থেকে।[1]
 [1] সুনানু আবী দাউদ ২/৮৯, নং ১৫৩৭।