কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     ৩৩১. যে কোন দু’ ব্যক্তির মাঝে তাদের অনুমতি ছাড়া বসে পড়া      
      
   
      ’আমর বিন্ শু’আইব্ তাঁর পিতা থেকে তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন তিনি বলেন:
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَجْلِسَ الرَّجُلُ بَيْنَ الرَّجُلَيْنِ إِلاَّ بِإِذْنِهِمَا
‘‘রাসূল (সা.) যে কাউকে দু’ ব্যক্তির মাঝে তাদের অনুমতি ছাড়া বসতে নিষেধ করেছেন’’।[1]
> [1] (বায়হাক্বী, হাদীস ৫৬৮৫ ত্বাবারানী/আওসাত্ব, হাদীস ৩৬৫২)