কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     ৫৪. কি কি কারণে সাধারণত মুখে দুর্গন্ধ হয়?      
      
   
      (ক) দুর্গন্ধযুক্ত খাবার খেলে,
(খ) দীর্ঘক্ষণ নীরব থাকলে,
(গ) পেট খালি থাকলে,
(ঘ)। অধিক কথা বললে,
(ঙ) অতিরিক্ত ঘুমালে ।
এ বিষয়গুলো আরো দলীল দেখুন হাদীস নং যথাক্রমে মুসনাদে আহমাদ- ১/২১৪, তারগীব১/৯১ এবং তারগীব- ১/৯০।