কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     ১১৮. হায়েয-নিফাস অবস্থায় কী কী কাজ বৈধ ও অবৈধ?      
      
   
      হায়েয অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ তা হলো:
১. সালাত আদায় । (বুখারী: ৩২০, ইফা: ১৪, আধুনিক: ৩০৯)
২. রোযা রাখা। (মুসলিম: ৩৩৫)
৩. কুরআন মাজীদ গিলাফ ছাড়া স্পর্শ করা। (মুয়াত্তা মালেক: ১)
৪. মসজিদে প্রবেশ করা । (ফাতাওয়া ইসলামিয়া- ১/২৩৯)
৫. স্বামী সহবাস । (সূরা ২; বাকারা ২২২)।
৬. কাবাঘর তাওয়াফ করা। (নাসাঈ: ২৯২৯, বুখারী: ৩০৫)
৭. স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদান। (সূরা ৬৫; তালা ১; বুখারী: ৫২৫১)