কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায)   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     জামাআত আংশিক পেলে - ৩৭. জামাআত এক-দুরাআত কম পেলে কি করব?      
      
   
      যে কয় রাকআত বাদ পড়ে গেল সেগুলো ইমামের সালাম ফেরানোর পর আদায় করবে। তবে এতে রাকআত সংখ্যা কোন কম-বেশি করা যাবে না। (বুখারী: ৬৩৬, আবু দাউদ: ১৪৯) উল্লেখ্য যে, ইমামের সাথে যতটুকু পেল সেটুকুকে তার সালাতের প্রথমাংশ ধরবে এবং পরে যেটুকু বাদ পড়ে গিয়েছিল সেটুকু কে শেষাংশ ধরে আদায় করবে।