কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায)   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     ৩৮. ইমামকে কোন অবস্থায় পেলে জামাআতে শরীক হওয়া যায়?      
      
   
      ইমামকে যে অবস্থায় পাওয়া যায় সেই অবস্থায়ই জামাআতে শরীক হওয়া যায় (তিরমিযী: ৫৯১)। ইমামকে দাঁড়ানো, রুকু, সিজদা বা বৈঠকে যে অবস্থায় পাবে সে অবস্থায়ই জামাআতে শরীক হবে। তবে রুকু থেকে ইমাম তার মাথা উঠিয়ে ফেললে ঐ রাকআত বাদ পড়ে যায়। (দেখুন আবু দাউদ: ৮৯৩)।