কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায)   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     ৪৭. শিশুরা কোথায় দাঁড়াবে?      
      
   
      (ক) শুধু একজন শিশু ও একজন পুরুষ মুক্তাদী হলে তারা দুজনে একই কাতারে দাঁড়াবে।
(খ) আর একাধিক পুরুষ, একাধিক শিশু ও একাধিক মহিলা থাকলে ইমামের পেছনে প্রথম কাতারে পুরুষেরা দ্বিতীয় কাতারে শিশুরা এবং সবশেষে পেছনের কাতারে মহিলারা দাঁড়াবে। কেননা, মহিলাদের জন্য সর্বশেষ কাতার হলো পেছনের কাতার। (মিশকাত: ১০৯২)
(গ) উল্লেখ্য যে, শিশুরা বয়স্কদের মাঝে কাতারে দাঁড়াতে কোন দোষ নেই। শিশুরা বয়স্কদের ভেতর ঢুকে কাতারে দাঁড়াতে হাদীসে কোন নিষেধাজ্ঞা আসেনি।