কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায)   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
      ৮১. চাশত বা ইশরাকের সালাতের হুকুম কি?      
      
   
      সুন্নাত। ইমাম নববী ও শেখ ইবনে বাযের মতে সুন্নাতে মুয়াক্কাদাহ। আবু হোরায়রা (রা) বলেন, “আমার বন্ধু রাসূলুল্লাহ (স.) ৩টি বিষয়ে আমল করতে আমাকে উপদেশ দিয়েছেন। সেগুলো হলো, (১) প্রত্যেক (চন্দ্র মাসে) ৩ দিন সিয়াম পালন করা, (২) দুপুর হওয়ার পূর্বে দু'রাকাআত সালাতুদ দুহা’ আদায় করা এবং (৩) নিদ্রা যাওয়ার পূর্বে বিতরের সালাত আদায় করা।” (বুখারী: ১৯৮১, মুসলিম: ৭২১)।