কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায)   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     ২.১৬ (দ) কতিপয় বিদ'আতী নামায - ১১৫. বিদ'আত নামায কাকে বলে?       
      
   
      যে সালাতের পক্ষে সহীহ হাদীস নাই, এমনকি কোন হাসান হাদীসও নাই। আছে দুর্বল ও জাল হাদীস, ঐসব নামায হলো বিদআতী নামায। এসব নামাযে সাওয়াবতো নেই-ই, বরং পাপ রয়েছে। এমন কিছু নামায নিচে উল্লেখ করা হলো:
(১) সালাতুর রাগাইব, (২) হাজারী নামায, (৩) মৃতের জন্য ইসালে সাওয়াবের নামায, (৪) কুরআন মুখস্তের জন্য সালাতুল হিফজ, (৫) রজব মাসের নামায, (৬) শবে মিরাজের নামায ইত্যাদি। ইয়াহউ উলুমিদ্দীন ও গুনিয়াতুত তালেবীন' বই দুটিতে এমন এমন নামাযের বর্ণনা রয়েছে এবং নামাযগুলোর পদ্ধতি ও অকল্পনীয় সওয়াবের বর্ণনাও রয়েছে। অথচ এসবের পক্ষে একটি সহীহ হাদীসও নাই। এসব নামায আদায় থেকে আমরা যেন বিরত থাকি ।