কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা)   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     ৩.১২ সিয়াম ভঙ্গ হওয়ার কারণ - ৩৩. কী কী কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়?      
      
   
      নিন্মােক্ত যেকোন কারণ দেখা গেলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে:
১. ইচ্ছাপূর্বক পানাহার ও ধুমপান করা।
২. স্বেচ্ছায় বমি করা  
৩. স্বামী-স্ত্রীর মিলন।
৪. বৈধ-অবৈধ যেকোন প্রকার যৌন ক্রিয়া।
৫. পানাহারের বিকল্প কিছু গ্রহণ করা, যেমন- ইনজেকশন বা রক্ত গ্রহণ করা। আর তা এমন ইনজেকশান যার মাধ্যমে খাবার সরবরাহ করা হয়।
৬. মাসিক স্রাব ও প্রসবোত্তর স্রাব।