কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  ষষ্ঠ অধ্যায় - ঈশ্বর ও নবীগণ বিষয়ক অশোভনীয়তা   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     ৬. ১. ৬. সাধারণ পাপে পরকালীন অনন্ত শাস্তি      
      
   
      ঈশ্বর পরকালেও সামান্য পাপের কারণে কঠিন শাস্তি দেবেন। অসহায়দের সাহায্য না করায় অনন্ত জাহান্নাম! অসহায় কোনো বিশ্বাসীকে কষ্ট দিলেও একইরূপ ভয়ঙ্কর শাস্তি। কারো হাত, পা, বা চোখ ভাল কাজে বাধা দিলে তাকেও অনন্তকাল জাহান্নামে পুড়তে হবে! মূর্তি পূজা করলেও যে শাস্তি, মূর্তির ছবি লাগালেও সেই শাস্তি। এ সবই বাইবেলে যীশুর নামে বলা হয়েছে। যীশুর বোঝা প্রসঙ্গে আমরা এ বিষয়টা আলোচনা করেছি। (মথি ২৫ অধ্যায়, বিশেষত ২৫/৪৫-৪৬; মার্ক ৯/৪২; ৯/৪৩-৪৭; প্রকাশিত বাক্য/ কালাম ১৪/৯-১১)