কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  ষষ্ঠ অধ্যায় - ঈশ্বর ও নবীগণ বিষয়ক অশোভনীয়তা   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     ৬. ২. ৩. অবরাহামের অশালীনতা ও পাপের গল্প      
      
   
      ইহুদি, খ্রিষ্টান ও ইসলাম তিন ধর্মের অনুসারীরাই অবরাহাম বা ইবরাহীম (আ.)-কে ভালবাসেন ও শ্রদ্ধা করেন। বাইবেলে তাঁর অনেক ধার্মিকতা ও বিশ্বস্ততার বিষয় উল্লেখ করা হয়েছে। তবে এর পাশাপাশি তাঁর বিষয়ে অশোভন বিষয়াদি উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে নিজ বোনকে বিবাহ ও মিথ্যা কথন।