লগইন করুন
ইমাম গাযালী (আশআরি) তাঁর বিভিন্ন গ্রন্থে আল্লাহর আরশে থাকার ব্যাপারে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন:
ইহইয়া উলূমিদ্দীন গ্রন্থে বলেন:
"আল্লাহ আরশের উপর অবস্থান করছেন — আরশের সাথে কোনো সংযোগ (মুমাসসা) ব্যতীত এবং তিনি আরশের উপরে…"
ইলজাম আল-'আওয়াম আন ইলমিল কালাম গ্রন্থে বলেন:
"আল্লাহর ঊর্ধ্বতা হলো মর্যাদাগত ঊর্ধ্বতা, স্থানগত ঊর্ধ্বতা নয়।"
আল-ইকতিসাদ ফিল ই'তিকাদ গ্রন্থে বলেন:
"যদি বলা হয় আল্লাহ আরশের উপর অবস্থান করছেন, তাহলে তো এ কথা মানতে হবে — তিনি হয় আরশের চেয়ে বড়, অথবা ছোট।"
— এই বক্তব্যগুলো থেকে বুঝা গেল যে, আশআরিরা একেক সময় একেক রকম ব্যাখ্যা দেন আল্লাহর আরশে থাকার ব্যাপারে, যা তাদের আকীদায় স্থিরতা নেই— এটা সপ্রমাণ করে।
এর মূল কারণ,
১- কুরআন ও সুন্নাহর ভাষ্যের কাছে আত্মসমর্পণ না করা।
২- সালাফে সালেহীনের মানহাজ সম্পর্কে অজ্ঞতা।
৩- নিজেদের বিবেকের যুক্তির প্রতি অতি নির্ভরতা।
৪- দর্শন শাস্ত্রের বিশুদ্ধতা নিয়ে অতি সুধারণা।
৫- আল্লাহর কাছে কায়োমনোবাক্যে হিদায়াত না চাওয়া।