ইসলামী জ্ঞান: নিত্যদিনের প্রয়োজনে আলিমগনের উক্তি এবং নসিহা ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
"কার জন্য কোনটি উত্তম—এ বিষয়ে ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) এর মূল্যবান দিকনির্দেশনা"

ইমাম তিরমিযী রহিমাহুল্লাহ্‌ বলেছেন

যুবকের উত্তমতা হচ্ছে জ্ঞান-চর্চায়;

প্রৌঢ় ব্যক্তির উত্তমতা হচ্ছে মসজিদে;

নারীর উত্তমতা হচ্ছে ঘরে অবস্থানে;

আর কষ্ট দানকারীর জন‍্য উত্তমতা হচ্ছে কারাগারে।


[আস-সিয়ার ১৩/৪৪১]


এটি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য উত্তম অবস্থান ও চরিত্র কেমন হওয়া উচিত — সে বিষয়ে এক গভীর দিকনির্দেশনা।

https://www.facebook.com/abubakar.m.zakaria/posts/pfbid02ZdnRL52TFxg3hb9gtnyR1SK52E68FWQx1FkYdyAaBB6BWCpuJXgyTZDTHysgghdFl