লগইন করুন
হাদীস দুর্বল হওয়ার কারণসমূহ
দুনিয়ায় যত দুর্বল হাদীস আছে, সব কিছুর দুর্বলতার কারণ মূলত চারটি বিষয়ের বাইরে নয়—এর তিনটি বর্ণনাকারীদের সঙ্গে সম্পর্কিত, একটি সনদের সঙ্গে সম্পর্কিত:
১. (বর্ণনাকারীর দুর্বলতা): তার হিফজ (মুখস্থশক্তি) বা ইনসাফ/আদালতের ক্ষেত্রে কোনো দোষ থাকলে।
২. (বর্ণনাকারীর অজানা হওয়া): অর্থাৎ, তাকে ইনসাফ বা সমালোচনার ভিত্তিতে চেনা না গেলে।
৩. (বর্ণনাকারীর বিরোধিতা করা): যেমন, ‘মুʿআল্লাল’ (ত্রুটিযুক্ত) হাদীস, যার বিভিন্ন প্রকার রয়েছে।
৪. (সনদের মধ্যে ছেঁটে যাওয়া/সঙ্কোচন): এটি ছয় রকম—মুরসাল, মুʿআল্লাক, মুʿদ্বাল, মুনকাতিʿ, মুদাল্লাস, এবং মুরসাল খাফি।
উপরোক্ত চারটি কারণকে সংক্ষেপে হাফিয ইবনু হাজার রাহিমাহুল্লাহ মাত্র দুইটি প্রধান শ্রেণিতে সংক্ষিপ্ত করেছেন:
১. (বর্ণনাকারীর সমালোচনা): এর মধ্যে রয়েছে—বর্ণনাকারীর দুর্বলতা, অজানা হওয়া এবং তার বিরোধিতা করা।
২. (সনদের ছেঁটে যাওয়া): যার মধ্যে পূর্বোক্ত ছয়টি ধরন অন্তর্ভুক্ত।