কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 দ্বীনী প্রশ্নোত্তর  হজ্জ ও উমরা   আবদুল হামীদ ফাইযী          
      
   
     মীকাতে গোসল করা কি জরুরী? ঠাণ্ডা বা ভিড়ের ভয়ে যদি বাসা বা হোটেল থেকে গোসল করে যাই অথবা গোসল না করতে পারি, তাহলে কোন ক্ষতি আছে কি?      
      
   
      মীকাতে গোসল করা সুন্নাতে মুআক্কাদাহ। বাসা থেকেও গোসল করা চলে। গোসল না করতে পারলে ইহরাম বা হজ্জ উমরাহর কোন ক্ষতি হয় না।