কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল  দ্বাদশ অধ্যায়- ঈদ ও তার বিভিন্ন আহকাম   আবদুল হামীদ ফাইযী          
      
   
     ঈদের খুতবায় মহিলাদের জন্য খাস নসীহত      
      
   
      ঈদের খুতবায় মহিলাদের জন্য খাস নসীহত করা সুন্নত। যেমন এ কথা পূর্বে উল্লেখিত জাবের (রাঃ)-এর হাদীসে বর্ণিত হয়েছে। অতএব খুতবা মাইকে হলে খুতবার শেষাংশকে মহিলাদের জন্য খাস করবেন ইমাম। কিন্তু যদি মাইকে না হয় এবং মহিলারা পিছন থেকে শুনতে পাচ্ছে না বলে আশঙ্কা হয়, তাহলে তিনি তাদের নিকটবর্তী হবেন। তাঁর সাথে থাকবে দুই বা একটি লোক এবং যথাসাধ্য তিনি ওয়ায করবেন তাদের জন্য।[1]
 [1] (আসইলাতুন অআজবিবাতুন ফী সবলাতিল ঈদাঈন ৮পৃঃ)