কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 হারাম ও কবিরা গুনাহ  হারাম ও কবীরা গুনাহ্ পরিচিতি   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     বিচারক বিচারের সময় কোন ব্যাপারেই রাগান্বিত হতে পারবেন না      
      
   
      আবূ বাক্রাহ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
لَا يَحْكُمُ الْـحَاكِمُ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ.
‘‘কোন বিচারক যেন রাগান্বিত অবস্থায় দু’ পক্ষের মাঝে বিচার না করে’’। (তিরমিযী ১৩৩৪; আবূ দাউদ ৩৫৮৯; ইব্নু মাজাহ্ ২৩৪৫)