কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 হারাম ও কবিরা গুনাহ  হারাম ও কবীরা গুনাহ্ পরিচিতি   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     ৭৮. কোন মৃত ব্যক্তির কবর খনন করে তার কাফনের কাপড় চুরি করা      
      
   
      কোন মৃত ব্যক্তির কবর খনন করে তার কাফনের কাপড় চুরি করা আরেকটি কবীরা গুনাহ্ এবং হারাম।
‘আয়েশা (রাযিয়াল্লাহু আন্হা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
لَعَنَ رَسُوْلُ اللهِ  الْـمُخْتَفِيَ وَالْـمُخْتَفِيَةَ.
‘‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা’নত করেন কাফন চোর ও চুন্নিকে’’। (বায়হাক্বী ৮/৩৭০ সিল্সিলাতুল্ আহা’দীসিস্ সা’হীহাহ্, হাদীস ২১৪৮)