কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 ইসলামী জীবন-ধারা  দাস-দাসীর সাথে ব্যবহার   আবদুল হামীদ ফাইযী          
      
   
     দাস-দাসীকে বিনা দলীলে কোন অপবাদ দেবেন না      
      
   
      দাস-দাসীকে বিনা দলীলে কোন অপবাদ দেবেন না।আদেশ ও কথায় কষ্ট দেবেন না।
তওবার নবী আবুল কাসেম (ﷺ) বলেন, ‘‘যে ব্যক্তি তার অধিকারভুক্ত দাসকে কিছুর অপবাদ দেয় -অথচ সে যা বলছে তা হতে দাস পবিত্র- সে ব্যক্তিকে কিয়ামতের দিন কোড়া মারা হবে। তবে সে যা বলেছে তা সত্য হলে (এ শাস্তি তার হবে না)।’’[1]
 [1]. বুখারী তাওহীদ পাবঃ হা/৬৮৫৮, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/১৬৬০ , তিরমিযী, আবূ দাউদ