দ্বীনী প্রশ্নোত্তর  ইখলাস ও নিয়ত আবদুল হামীদ ফাইযী
    
           মুখে নিয়ত পড়া কি শরীয়তসম্মত?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      মোটেই না। মুখে নিয়ত পড়া বিদআত। নিয়ত করা জরুরী, কিন্তু পড়া বিদআত। কত শত ইবাদতের মধ্যে আর কয়টা নিয়তই বা আরবীতে মুখস্থ করবেন? মনের সংকল্পই হল নিয়ত।