সহীহ হাদীসের আলোকে সাওম বিশ্বকোষ  ষষ্ঠ অধ্যায়: ঈদের সালাত ইসলামহাউজ.কম
    
           ঈদের দিন ফিরার সময় যে ব্যক্তি ভিন্ন পথে আসে          
          
                         
           
   
          
 
          
      
      
   
      জাবির রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন,
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ عِيدٍ خَالَفَ الطَّرِيقَ»
“রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন (বাড়ি ফেরার সময়) ভিন্ন পথে আসতেন।”[1]
> [1] সহীহ বুখারী, হাদীস নং ৯৮৬।