দ্বীনী প্রশ্নোত্তর  ইখলাস ও নিয়ত আবদুল হামীদ ফাইযী
    
           ওযু, নামায ইত্যাদির নিয়ত মুখে উচ্চারণ করা কি বিধেয়?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করা বিদআত। যেহেতু তা মহানবী (সঃ) তাঁর কোন সাহাবী কর্তৃক প্রমাণিত নয়। সুতরাং তা বর্জন করা ওয়াজেব। নিয়ত মানে সংকল্প। আর তাঁর স্থান হল মনে। অতএব তা মুখে উচ্চারণ করার কোনই প্রয়োজন নেই। ১৪১
 ১৪১ (ইবন বায, ইবন ঊসায়মিন)