কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           ২১. কোন মুসলিম ভাইকে যে কোনভাবে আতঙ্কিত করা          
          
                         
           
   
          
 
          
      
      
   
      আব্দুর রহমান বিন্ আবু লাইলা (রাহিমাহুল্লাহ্) থেকে বর্ণিত তিনি বলেন: সাহাবাগণ আমাকে বর্ণনা করেছেন যে, একদা তাঁরা নবী (সা.) এর সাথে সফরে ছিলেন। ইতিমধ্যে জনৈক ব্যক্তি ঘুমিয়ে পড়লে জনৈক সাহাবী তার সাথে থাকা একটি রশি টান দিলে সে ভয় পেয়ে যায়। তখন রাসূল (সা.) বললেনঃ
لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا
‘‘কোন মুসলমানের জন্য হালাল হবে না তার অন্য কোন মুসলমান ভাইকে যে কোনভাবে আতঙ্কিত করা’’।[1]
> [1] (আবু দাউদ, হাদীস ৫০০৪)