কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           ৯৯. নিজে যা খায় না এমন কোন জিনিস কোন মিসকিনকে খেতে দেয়া          
          
                         
           
   
          
 
          
      
      
   
      আয়িশা (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ تُطْعِمُوْا الْمَسَاكِيْنَ مِمَّا لاَ تَأْكُلُوْنَ
‘‘তোমরা যা খাও না মিসকিনদেরকে তা থেকে খেতে দিও না’’।[1]
> [1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৭৩৬৪)