কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           ১৫৫. কোন কথা ভালো শব্দে বলা সম্ভব হলেও তা খারাপ শব্দে বলা          
          
                         
           
   
          
 
          
      
      
   
      সাহল বিন্ ’হুনাইফ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ يَقُلْ أَحَدُكُمْ : خَبُثَتْ نَفْسِيْ ، وَلْيَقُلْ : لَقِسَتْ نَفْسِيْ
‘‘তোমাদের কেউ যেন এমন না বলে যে, আমার অন্তর খবিস কিংবা নোংরা হয়ে গেছে ; বরং বলবে: আমার অন্তর আর পূর্বের অবস্থায় নেই অথবা বলবে: আমার অন্তরের অবস্থা এখন ভালো নয়’’।[1]
 [1] (মুসলিম, হাদীস ২২৫১)