কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           ১৭২. কোন রকম যাচাই-বাচাই ছাড়াই নিজ অধীনস্থদের কামাই গ্রহণ করা          
          
                         
           
   
          
 
          
      
      
   
      রা’ফি’ বিন্ খাদীজ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:
نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كَسْبِ الْأَمَةِ ، حَتَّى يُعْلَمَ مِنْ أَيْنَ هُوَ ؟!
‘‘রাসূল (সা.) যে কোন মনিবকে তার বান্দির কামাইয়ের সঠিক উৎস না জেনে তা গ্রহণ করতে নিষেধ করেছেন’’।[1]
> [1] (আবু দাউদ, হাদীস ৩৪২৭)