কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           ২০৯. কোন যাচ-বিচার ছাড়াই যা শুনা তা বলা          
          
                         
           
   
          
 
          
      
      
   
      আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُّحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ
‘‘কোন মানুষ গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনবে (কোন যাচ-বিচার ছাড়া) তাই বলবে’’।[1]
 [1] (মুসলিম, হাদীস ৫ আবু দাউদ, হাদীস ৪৯৯২)