কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           ২২০. নিজের গোলাম তথা ঘরের কাজের লোকদেরকে সঠিকভাবে খাদ্য ও বস্ত্র না দেয়া কিংবা তাদেরকে তাদের সাধ্যাতীত কোন কাজে বাধ্য করা:           
          
                         
           
   
          
 
          
      
      
   
      আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لِلْمَمْلُوْكِ طَعَامُهُ وَكِسْوَتُهُ ، وَلاَ يُكَلَّفُ مِنَ الْعَمَلِ مَا لاَ يُطِيْقُ
‘‘নিজ গোলামকে খাদ্য ও বস্ত্র দিতে হবে এবং তাকে এমন কাজে কখনো বাধ্য করা যাবে না যা তার সাধ্যাতীত’’।[1]
> [1] (বুখারী/আল্-আদাবুল্-মুফরাদ্, হাদীস ১৯২)