কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           ২৬৬. নামাযের মধ্যে পাথর কিংবা অন্য কোন কিছু স্পর্শ করা          
          
                         
           
   
          
 
          
      
      
   
      মু’আইক্বীব (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: নবী (সা.) ইরশাদ করেন:
لاَ تَمْسَحْ وَأَنْتَ تُصَلِّيْ ، فَإِنْ كُنْتَ لاَ بُدَّ فَاعِلاً فَوَاحِدَةً تَسْوِيَةَ الْـحَصَى
‘‘তুমি নামায পড়াবস্থায় মুছা জাতীয় কোন কাজ করতে যাবে না। একান্ত যদি তা করতেই হয় তা হলে তা একবারই করবে শুধু পাথরগুলো সমান করার জন্য’’।[1]
> [1] (আবু দাউদ, হাদীস ৯৪৬)