কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           ৩১৫. বিচার দায়ের করার ইচ্ছা ছাড়া যে কোন অপরাধ জনসমক্ষে বলাবলি করা          
          
                         
           
   
          
 
          
      
      
   
      আল্লাহ্ তা’আলা বলেন:
لَّا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَن ظُلِمَ ۚ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا
‘‘আল্লাহ্ তা’আলা কখনো কোন খারাপ বাক্য প্রকাশ্যে বলা পছন্দ করেন না যতক্ষণ না কেউ অত্যাচারিত হয়। আল্লাহ্ তা’আলা অবশ্যই সকল কথা শুনেন ও জানেন’’। (নিসা’ : ১৪৮)