জান্নাত-জাহান্নাম  জাহান্নামকে পরিপূর্ণ আবদুল হামীদ ফাইযী
    
           জাহান্নামকে পরিপূর্ণ           
          
                         
           
   
          
 
          
      
      
   
      জাহান্নামে অধিকাংশ মানব-দানব নিক্ষিপ্ত হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি পূর্ণ হয়ে গেছ?’ জাহান্নাম বলবে, আরও আছে কি? (ক্বাফঃ ৩০) তখন আল্লাহ পাক নিজের কদম (পা) দোযখে রাখবেন। তখন সংকুচিত হয়ে সে বলবে, ব্যস, ব্যস্। (বুখারী ৭৩৮৪, মুসলিম ২৮৪৮নং)