শির্ক কী ও কেন?  প্রথম পরিচ্ছেদ ড. মুহাম্মদ মুয্যাম্মিল আলী
    
           অন্তরের উপর ফরযকৃত গোপন উপাসনাসমূহ           
          
                         
           
   
          
 
          
      
      
   
      আমরা যদি আল্লাহর উপাসনাদি নিয়ে গভীরভাবে নিরীক্ষণ করি তা হলে দেখতে পাব যে, শরীরের বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গের উপাসনার ক্ষেত্রে সমাজের মানুষেরা যতটুকু শির্ক করছে, তার চেয়েও অধিক শির্ক করছে অন্তরের উপর ফরযকৃত গোপন উপাসনাসমূহে। নিম্নে অন্তরের গোপন উপাসনাসমূহ এবং কিভাবে তাতে শির্ক হয়, তা নিয়ে আলোচনা করা হলো।