প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ১.৫ (ক) নখ কাটা, (খ) বগলের লোম ও  (গ) নাভির নিচের লোম পরিষ্কার করা 
২৬. উপরের কাজগুলোর হুকুম কী?
   
      ২৬. উপরের কাজগুলোর হুকুম কী?
অধিকাংশ ফকীহদের মতে, এ কাজগুলো সুন্নাত । যদিও অল্পসংখ্যক ফকীহ এগুলোকে ওয়াজিব বলেছেন । চুল ও হাত-পায়ের নখসহ পুরুষ মহিলা সকলের জন্য এ একই হুকুম।