প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ৯১. মাসেহ-এর সর্বোচ্চ মেয়াদ কত দিন?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      খলীফা আলী ইবনে আবী তালেব (রা) বলেন, “রাসূলুল্লাহ (স) মুসাফিরের জন্য তিন দিন তিন রাত এবং মুকীম ব্যক্তির জন্য একদিন এক রাত নির্ধারণ করে দিয়েছেন।” (মুসলিম: ২৭৬) অর্থাৎ মাঝখানে না খুললে উপরে বর্ণিত মেয়াদ পর্যন্ত মাসেহ করা জায়েয আছে।