প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ১০০. গোসলের সুন্নাতগুলো কী কী?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      ১. গোসলের পূর্বে ওযূ করা, ২. ময়লা পরিষ্কার করা, ৩. মাথায় তিন বার পানি ঢালা, ৪. শরীরের বাকি অংশে তিন বার পানি ঢালা, ৫. ডান দিকে শুরু করা ।