প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ১.১৩ ইস্তিহাদা বা রক্তপ্রদর - ১৩৯. ইস্তিহাদা বা রক্তপ্রদর কী?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      হায়েয ও নিফাসের নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও যে রক্তস্রাব হতে থাকে তাকে , ইস্তিহাদা বা রক্তপ্রদর রোগ বলা হয়। হায়েযের রক্ত সাধারণত কালচে রঙের হয়ে থাকে। আর ইস্তিহাদা বা প্রদরের রক্তের রং হয়ে থাকে সাধারণত লাল, হলদে বা মেটে রঙের।