প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ইমাম ও মুক্তাদির দাঁড়ানোর নিয়ম পদ্ধতি - ৪৩. ইমামের সাথে একজন পুরুষ হলে মুক্তাদী কোথায় দাঁড়াবে?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      দু’জন একই কাতারে সমানভাবে দাঁড়াবে। মুক্তাদী দাঁড়াবে ইমামের ডানে, এ ক্ষেত্রে ইমাম একটু আগে এবং মুক্তাদী একটু পেছনে- এভাবে দাঁড়াবে না। একবার রাসূলুল্লাহ (স) ইবনে আব্বাস (রা)-কে নিয়ে এভাবেই সালাত আদায় করেছেন (বুখারী: ৬৯৭)। ইমামের সাথে একজন শিশু ছেলে থাকলে ও এভাবেই দাঁড়াবে। ইমাম বুখারী একই কথা বলেছেন।