প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ৪৫. যদি একজন মাত্র মহিলা হয় তাহলে সে কোথায় দাঁড়াবে?           
          
                         
           
   
          
 
          
      
      
   
      ইমামের পেছনে দাঁড়াবে, যদিও সে একাকী হয়। ইমামের সাথে এক লাইনে পাশাপাশি দাঁড়ানো জায়েয নেই। এমনকি ইমাম সাহেব স্বামী, পিতা বা পুত্র হলেও না। তবে পুরুষ লোক হলে একজনে কোন কাতার হয় না। একবার এক লোক একা এক কাতারে দাড়িয়ে সালাত আদায় করলে রাসূলুল্লাহ (স.) তাকে তার সালাত পুনরায় আদায় করতে নির্দেশ দেন। (আবু দাউদ : ৬৮২)