প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           আসরের সুন্নাত - ৬০. আসরের আগে কি কোন সুন্নাত নাই?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      তিরমিযীর এক বর্ণনায় আছে রাসূলুল্লাহ (স.) আসরের আগে দুই দুই রাকআত করে চার রাকআত এবং কখনো কখনো দুই রাআত সুন্নাত পড়েছেন। (আবু দাউদ)
তাছাড়া যে ব্যক্তি আসরের আগে এ চার রাকআত অতিরিক্ত সুন্নাত সালাত পড়বে তাকে আল্লাহ রহম করুক- এ দু'আও রাসূলুল্লাহ (স.) করেছেন। (বুলুগুল মারাম, আহমাদ) তবে ইমাম ইবনে তাইমিয়্যাহসহ বিজ্ঞ মুহাদ্দিসগণের অনেকেই বলেছেন যে, এ হাদীসগুলো বিশুদ্ধ নয় ।