প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ২.১৬ (চ) মাগরিবের আযানের পর দু'রাকাআত সুন্নাত সালাত - ৮৫. কোন সময় এ সালাত আদায় করতে হয়? এর হুকুম কী?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      যেকোন ফরজ সালাতের আযানের পর থেকে ইকামাতের পূর্বে এ সালাত আদায় করতে হয়। ইহা মুস্তাহাব বা সুন্নাত। নবী (স) বলেছেন, “প্রত্যেক আযান ও ইকামাতের মাঝখানে সালাত রয়েছে। প্রত্যেক আযান ও ইকামাতের মাঝখানে সালাত রয়েছে। তৃতীয়বার একথাটি বলার পর তিনি বলেন, যে লোক (এ সালাত পড়তে) চায়। (বুখারী: ৬২৭)