প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ২.১৬ (ঝ) বৃষ্টির সালাত - ৮৯. বৃষ্টির সালাত কাকে বলে? এ সালাতের হুকুম কী?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      অনাবৃষ্টি ও খরা দেখা দিলে আল্লাহর কাছে পানি চেয়ে বৃষ্টির জন্য যে সালাত আদায় করতে হয় সে সালাতকে বলা হয়- বৃষ্টির সালাত বা ‘সলাতুল ইস্তিস্কা’। এ সালাত আদায় করা সুন্নাত।