প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ১৪৭. জুমু'আর দ্বিতীয় আযানের জবাব দিতে হবে কি?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      অবশ্যই, এ আযানের জবাব দেওয়া সুন্নাত। কারণ রাসূলুল্লাহ (সা.)-এর যামানা থেকে শুরু হওয়া এ আযানই আসল আযান। তাছাড়া প্রথম আযানের জবাব দেওয়াও সুন্নাত। কারণ ব্যাপক দলীল এটাকে সমর্থন করেছে।