প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ১৬৭. খুৎবা অবস্থায় খতীবের ওযূ ছুটে গেলে কী করবে?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      খুৎবা প্রদান করেই যাবে, কারণ খুৎবার জন্য ওযু শর্ত নয়। খুৎবা শেষ করে ইমাম আবার ওযূ করে এসে ইমামতি করবেন। এতটুকু সময় মুক্তাদীরা অপেক্ষা করবে। (ফাতাওয়া ইবনে উসাইমীন: ১/২০৮)।