প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ১৯৮. জুতা কোথায় রাখবে?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      রাসূলুল্লাহ (সা.) বলেছেন, (জুতা) যেন (মুসল্লীর) দুই পায়ের ফাঁকে রেখে দেয় অথবা (নাপাকী না থাকলে) পায়ে দিয়েই নামায পড়ে (আবু দাউদ: ৫৫৯)। তবে ডানে বা বামে রাখতে পারবে না। তাছাড়া জুতা খুলে, আবার এ জুতার উপর দাঁড়িয়ে নামায পড়া বিদআত। (আহকামুল জানাইয)