প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ১২. চাঁদ দেখার ক্ষেত্রে সাক্ষীর কী ধরনের গুণাবলি থাকা দরকার?           
          
                         
           
   
          
 
          
      
      
   
      একজন সাধারণ মানুষের সাক্ষ্য গ্রহণ করা যাবে যদি তার সততা প্রশ্নবিদ্ধ না হয়। যদি তার আকল বুদ্ধিতে কোন দুর্বলতার ইঙ্গিত বহন না করে এবং এর মধ্যে যদি কোন ব্যক্তির স্বার্থ না থাকে।