প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ৩৮. উপরিউক্ত ঘটনার কারণে কে কাযা করবে? স্বামী নাকি স্ত্রী?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      উভয়েই কাযা করবে এবং কাফফারা দিবে। তবে স্ত্রীকে যদি জোরপূর্বক সঙ্গম করে থাকে। তাহলে কাযা ও কাফফারা দিবে শুধু স্বামী, স্ত্রী নয়। উল্লেখ্য যে, বৈধ ও অবৈধ যেকোন উপায়ে বীর্যপাত ঘটানো হলো সিয়াম ভঙ্গ হয়ে যাবে।