প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ৪৩. ঋতুবতী মহিলারা কি কাযা করবে?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      শুধুমাত্র সিয়াম কাযা করবে। সালাত কাযা করতে হবে না। আয়েশা (রা.) বলেন, “আমাদেরও এটা ঘটত (অর্থাৎ মাসিক হতো)। তখন আমরা শুধু সিয়াম কাযা করতে আদিষ্ট হতাম না।” (বুখারী ও মুসলিম: ৩৩৫)