পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  প্রথম অধ্যায় - বাইবেল পরিচিতি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ১. ৫. ৪. ১০. ওয়র্শিপ বা ইবাদত করা অর্থ পা ধরা          
          
                         
           
   
          
 
          
      
      
   
      অন্যত্র ‘ওয়র্শিপ’ বা ইবাদত অর্থ লেখা হয়েছে পা ধরা! মথি ১৮/২৬ শ্লোকে যীশু বলেন: ‘‘The servant therefore fell down, and worshipped him: তাতে সেই কর্মচারী মাটিতে পড়ল বা সাজদা করল এবং তার মালিককে ইবাদত করল।’’ কিতাবুল মোকাদ্দস: ‘‘তাতে সেই কর্মচারী মাটিতে পড়ে মালিকের পা ধরে বলল’’।